স্বপ্নকথা
স্বপ্ন সাঁটলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা হয়েছে মূলত একটি দায়বদ্ধতা থেকে।
কি সেই দায়বদ্ধতা?
আমাদের এই যুবসমাজে বড় একটি অংশ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের স্বপ্ন পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেয়া। মা-বাবাকে পরিবারের দায়িত্ব থেকে একটু মুক্তি দেয়া। সমাজের নিজের একটি সম্মাানের জায়গা তৈরি করা।
ঠিক তখনেই তাদের মনে উকিঁ দেয় সরকারি চাকরির পাবার স্বপ্ন।
তবে যখনই তারা সরকারি চাকরি জন্য প্রস্তুতি নিতে যায় তখনই তারা হোচট খায়। তাদের মূল সমস্যা হয়ে দাড়ায় গণিত ও ইংরেজি ভীতি।
সেই ভীতিকে দূর করার লক্ষ্যে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে স্বপ্ন সাঁটলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার পাশে দাড়াবে বলে অঙ্গীকারবদ্ধ।
Give me Some Sun Shine
Give me Some Rain
Give me another change
I wanna Grow up once again
প্রতিষ্ঠাতার বাণী
আমি স্বপ্ন দেখি বাংলাদেশের সকল যুবসমাজ সরকারি চাকরির মাধ্যমে জনগণের সেবা করুক। জনগণের জন্য নিজেকে উৎসর্গ করুক। আমাদের এই স্বদেশ হয়ে উঠুক সভ্য, প্রাচুর্য ও শান্তিতে ভরপুর। আমি স্বপ্ন দেখি, বাংলাদেশের সকল যুবসমাজ চাকরির নিয়োগ পরীক্ষায় কোন ভয় পাবে না। আমি স্বপ্ন দেখি তারা তাদের সংসারের হাল ধরবে। বাবা মায়ের মুখে হাসি ফোটাবে। বিশ্বের দরবারে বাংলাদেশের অনাগত ভবিষ্যৎকে আরো সুন্দর, সাফল্য ও উজ্জ্বলময় করে তুলবে। আমি স্বপ্ন দেখি, বাংলাদেশের সকল যুবসমাজ একসাথে সমোচ্চারিত শব্দে বলে উঠবে, "এমন দেশকে কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি"
পরিচালকের বাণী
Give me Some Sun Shine
Give me Some Rain
Give me another change
I wanna Grow up once again